প্রকাশিত : 10-06-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গান্ধী পরিবারের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল।বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন গান্ধী পরিবারের সদস্যরা।অদ্য সোমবার ১০ ই জুন বিকেলে ভারতের রাজধানী নয়া-দিল্লিতে গান্ধী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় তাদের মধ্যে আনন্দ ঘন ও উষ্ণ পরিবেশ বিরাজ করতে দেখা যায়। ভারতের বার্তা সংস্থা এএনআই এবং জাতীয় কংগ্রেদ দল সূত্রে এ তথ্য জানা গেছে।এর মধ্যে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের (এএনসি) সংসদীয় কমিটির চেয়ারপারসন সোনিয়া গান্ধী,লোকসভার সদস্য রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।ভারতের জাতীয় কংগ্রেস ও গান্ধী পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের দীর্ঘ দিনের আন্তরিক সম্পর্ক রয়েছে।বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত এবং গান্ধী পরিবারের ভূমিকার কারণে ২টি পরিবারের সম্পর্ক উষ্ণতায় রূপ নেয়।