প্রকাশিত : 12-06-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

পাঁচবিবি পৌর কবরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন

মোঃ মেহেরাজ হোসেন,রিপোর্টার,পাঁচবিবি,জয়পুরহাট।জয়পুরহাটের পাঁচবিবি পৌর কবরস্থানে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় তলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।পৌর কবরস্থান প্রাঙ্গনে, কাজের উদ্বোধন করেন  স্মার্ট পৌরসভা নির্মাণের বাস্তবায়নকারী, পৌর কবরস্থানের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।নির্মাণ বাস্তবায়নকারীর সভাপতি ও পৌর কবরস্থানের সহ-সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে, কবরস্থান প্রাঙ্গনে আলোচনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন জয়পুরহাট জেলার চেম্বার অফ কমার্সের  সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল,পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদের মোয়াজ্জিন জামিল হোসেন,কবরস্থান পরিচালনাকারীর সাধারণ সম্পাদক, মকবুল হোসেন, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা এটিএম মোজাম্মেল আজিজ দুলাল,বিশিষ্ট ব্যবসায়ী Walton শোরুমের স্বত্বাধিকারী তাইজুল ইসলাম,বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সোহাগ হোসেন,মজিবুল্লাহ, এসপি নুর আলম,বিশিষ্ট চাল ব্যবসায়ী আক্কাছ আলী বেপারী,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজারের ব্যবসায়ী বৃন্দ অত্র প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনায় বক্তারা বলেন প্রতিষ্ঠানটি  যেন সুস্থ এবং সুন্দর মত পরিপূর্ণ করা যায় এজন্য  সকলের সহযোগিতা কামনা করেন।