প্রকাশিত : 12-06-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
জয়পুরহাটের পাঁচবিবিতে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের চেষ্টা
মোঃ মেহেরাজ হোসেন,রিপোর্টার,পাঁচবিবি,জয়পুরহাট।জয়পুরহাটের পাঁচবিবি মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে জোর করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পাঁচবিবি থানার অভিযোগ সূত্রে এবং সরজমিনে গিয়ে জানা যায় মিজানুর রহমান এবং মোস্তাফিজুর রহমান পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসিতেছে।ভুক্তভোগী মিজানুর হমান বলেন ৩৮৯ দাগে ১৬শতাংশ জমি ৩৫ বছর যাবৎ আমরা ভোগ দখল করে আসছি হঠাৎ করেই আমাদের এই সম্পত্তি গত কয়েকদিন থেকে বিবাদী আবু কালাম তাহার দুই ছেলেসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র লাঠিসোটা সহ আমাদের হুমকি ধামকি দিয়ে মারপিট করে জমি দখলের চেষ্টা করে।এ বিষয়ে মিজানুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মিজানুর রহমান বলেন দুই পক্ষকে নিয়েপাঁচবিবি থানার এএসআই সোহেল কাগজপত্র দেখে আপস করার চেষ্টা করেন কিন্তু বিরবাদী পক্ষ কোন কাগজপত্র দেখাতে পারেননি।এ বিষয়টি নিয়ে আবু কালাম ও তার ছেলেদের সাথে কথা হলে তাহারা বলেন পৈত্রিক সূত্রে এবং রেকর্ড মূলে ওই জমির মধ্যে আমাদের ৬ শতাংশ আছে।মিজানুর এবং মুস্তাফিজুর জোর করে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে খায় এবং দখল করে আছে। আমরা মিজানুর'কে বলেছি আপসে আমাদের জমি মাপ যোগ করে বুঝিয়ে দেয়ার জন্য।