প্রকাশিত : 12-06-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃআব্দুর কাহার ছিদ্দিকী,করেসপন্ডেন্ট,সদর,রংপুর।দিনে গরম রাতে শীত, সামনে আসছে কোরবানির ঈদ। সাদা রুটি মাংসের ঝোল,খেতে তোমরা করোনা ভুল।ঈদে থাকবো হাসিখুশি তোমাকে চাই পাশাপাশি।"ঈদ মোবারক"কিগো চাঁদ তুমি কি খুশি নিয়ে এলে? খুশির অভাসে আজ পৃথিবী দোলে, তোমার জন্য ছিল কত অপেক্ষা তাই বুঝি দিলে ১ বছর পর দেখা।"ঈদ মোবারক"ঈদ নিয়ে আসে অনেক আনন্দ ও ঈদ মুছে দেয় দূরত্ব।ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি। ঈদ মানে হাজার দুঃখ কষ্টের মাঝেও একটুখানি হাসি।"ঈদ মোবারক"পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেল ঈদের বাতাস।আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা।"ঈদ মোবারক"ভোর হলো দূর চোখ খুলে দেখরে,রোজার ঈদ শেষ কোরবানির ঈদ চলে এলোরে, নতুন জামা পড়বোরে সবাই মিলে ঘুরবোরে।সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।"ঈদ মোবারক"ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে।কবুল করো আমার দাওয়াত, না করলে পাবো আঘাত।তখন কিন্তু দেব আড়ি,যাব না আর তোমার বাড়ি।পবিত্র ঈদুল আযহা আপনার জীবনে বয়ে আনুক সমৃদ্ধি, আনন্দ ও ইতিবাচকতা। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক।ঈদ মানেই তোমার প্রতি আমার ভালোবাসা,ঈদ মানেই দূর আকাশের মিষ্টি চাঁদের হাসি,ঈদ মানে সুখ ভাগাভাগি করে নেওয়া।"ঈদ মোবারক"।রংধনু আসে সাত রং নিয়ে,সুবাস আসে ফুলের টানে আর বন্ধু আসে বন্ধুত্বের টানে,মন কেটে যায় মনের টানে ঈদ আসে খুশির টানে।"ঈদ মোবারক"।পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে তারাগঞ্জ উপজেলা বাসী ও সকল পুলিশ সদস্যকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ।ঈদ আনন্দ সবার মাঝে বয়ে, আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি।শুভেচ্ছান্তেমোঃ সিদ্দিকুল ইসলাম (ওসি) অফিসার ইনচার্জ তারাগঞ্জ থানা, রংপুর।