প্রকাশিত : 13-06-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
নরসিংদীতে ৫ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন শিল্পমন্ত্রী
মোঃ হুমায়ুন কবির,মনোহরদী,নরসিংদী।পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।মন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকালে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল,২ লিটার তেল,১ কেজি ডাল,১ কেজি পেঁয়াজ,২ কেজি আলু ও চিনি।নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান,মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর।প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা।পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এই ঈদ উপহার বিতরণ করা হবে বলে জানা যায়।