প্রকাশিত : 15-06-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
পবিত্র ঈদুল আযহা উৎসবে ভিন্নজগতকে ভিন্ন ভাবে সাজানো হয়েছে
মোঃ আব্দুল কাহার ছিদ্দিকী,করেসপন্ডেন্ট,সদর,রংপুর।আসন্ন পবিত্র ঈদুল আযহা উৎসব ২০২৪ ইং উপলক্ষ্যে রংপুরের খলেয়া ইউনিয়নের বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্নজগতকে বাহারী ডিজাউনের পতাকা এবং নানান রঙের বৈদ্যুতিক আলোয় সজ্জিত করে তোলা হয়েছে। রংপুর সহ দেশের নানান প্রান্তের নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের উৎসুক দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে নানান সাজে সজ্জিত করে যেন ভিন্নজগতকে বধু সেজে রাঙিয়ে রাখা হয়েছে।জানা গেছে বিভাগীয় শহর রংপুরের পশ্চিমে রংপুর সদর উপজেলার পাগলাপীর ডালিয়া মহাসড়কের পাশে খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর নামক স্থানেনৈসর্গিক পরিবেশে "ভিন্ন জগত" এর অবস্থান। ভিন্ন জগত" ভিন্ন আঙ্গীকে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র।ভিন্নজগত লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ তৌহিদ আহাম্মেদ (বাপ্পি) বলেন ঈদে আপনারা সপরিবার নিয়ে চলে আসুন আমাদের সাজানো অঙ্গনে,বেড়িয়ে উপভোগ করে যান"ভিন্ন জগত" পর্যটন কেন্দ্র।সাংবাদিকের মাধ্যমে ভিন্নজগত লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ তৌহিদ আহাম্মেদ (বাপ্পি) স্থানীয় সহ দেশের বিভিন্ন প্রান্তের উৎসব মুখর সর্বশ্রেণির দর্শনার্থীদের শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন।