প্রকাশিত : 17-06-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

ঈদুল আজহা নামাজের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লীদের ঈদ উদযাপন

ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।সারাদেশে ঈদের নামাজ আদাই করছেন মুসল্লীরা।এবং লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে একসাথে ঈদের নামাজ আদাই করেন প্রায় ১ হাজার মুসল্লী।ঈদের প্রথম জামাত শুরু হয় সকাল সাড়ে ৭ টায়।এ ছাড়াও লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে দুটি জামাত অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ছিলো প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা।এইদিকে লালমনিরহাটের আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আলোচনা সংক্ষিপ্ত করা হয়।ঈদুল আজহা নামাজের পূর্বে স্বাগত বক্তব্য দিয়ে শুরু করেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন।এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩ সদর আসনের সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান।তিনি প্রথমে ধর্মপ্রাণ মুসলমান ও লালমনিরহাট সদরবাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানান ঈদুল আজহা'র শুভেচ্ছা। মুসল্লীদের উদ্দেশ্যে অ্যাডঃমতিয়ার রহমান বলেন আমরা ঈদের নামাজ পড়তে এসেছি।আমরা প্রত্যকেই প্রত্যকের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেনো এই পবিত্র ঈদুল আজহা,র আত্মত্যাগ থেকে আমাদেরকে যেনো কবুল করেন,ত্যাগের এই মহিমান্বিত কোরবানি-তে... আমিন।ঈদুল আজহা নামাজ পড়ান লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতীব, মাওলানা আতিকুল ইসলাম।