প্রকাশিত : 17-06-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
ঈদের জামাতে এসে মোবাইল হারিয়েছেন জেলা প্রশাসক
রেজাউল করিম,করেসপন্ডেন্ট,সদর,কক্সবাজার।ঈদুল আজহার জামাতে এসে মোবাইল হারিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহম্মদ শাহীন ইমরান।নামাজের পর মোনাজাত শেষে উঠার সময়মোবাইল'টি পকেটে না পেয়ে খোঁজাখুজি করেতে দেখা যায় ডিসিকে। অনেকক্ষণ খুঁজার পরও মোবাইল না পেয়ে সবার সাথে কোলাকুলি করে চল যান তিনি।কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সোমবার সকাল ০৭:৩০ এর ঈদ জামাতে আসেন জেলা প্রশাসক।বসেন সামনের সারিতে জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলামের পাশে। তার পাশে বসা ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান।জামাতে বসে যথারীতি বয়ান,খুতবা সবই শুনেছেন ডিসি।কখন কিভাবে মোবাইলটি উধাও হলো সেটি কেউ বলতে পারছেন না।নামাজের পরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মাইকে ডিসির মোবাইল পেয়ে থাকলে দিয়ে দেওয়ার অনুরোধ করেন কর্তৃপক্ষ।