প্রকাশিত : 19-06-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজ্বযাত্রীর মৃত্যু,ফিরতি ফ্লাইট আগামীকাল শুরু
ইসলামিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল।হজ্বে গিয়ে গত দু'দিনে সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজ্বযাত্রী মারা গেছেন।এ পর্যন্ত বাংলাদেশি মোট ২১ জন হজ্বযাত্রী মারা গেলেন।অদ্য বুধবার ১৯ শে জুন হজ্ব পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন হতে এ তথ্য জানা গেছে।হজ্ব শেষে আগামীকাল বৃহস্পতিবার ২০ শে জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।গতকাল মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী সৌদি আরবে মোট ২১ বাংলাদেশি হজ্বযাত্রী মারা গেছেন।সর্বশেষ তোফাজ্জল হক (৭০) নামে একজন হজ্বযাত্রী মারা গেছেন।মারা যাওয়া হজ্বযাত্রীদের মধ্যে পুরুষ ১৮ জন,নারী ৩ জন।মক্কায় ১৬ জন,মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন মারা গেছেন।গত শনিবার ১৫ ই জুন এবারের হজ্ব অনুষ্ঠিত হয়।১২ জিলহজ্ব জামারায় পাথর নিক্ষেপ করার শেষ দিন,হাজিরা পর্যায়ক্রমে ছোট,মধ্যম এবং বড় জামারায় পাথর নিক্ষেপ করার মাধ্যদিয়ে শেষ করেন হজ্বের আনুষ্ঠানিকতা।হাজি সাহেবরা গতকাল মঙ্গলবার সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করে মক্কায় ফিরে এসেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে।৯ ই মে থেকে ১২ ই জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি।বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি,সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৭টি।হজ্ব শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার ফ্লাইট শুরু হবে।ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ ই জুলাই।বিমান বাংলাদেশ এয়ারলাইনস অর্ধেক হজ্বযাত্রী পরিবহন করবে।বাকি অর্ধেক পরিবহন করবে সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস।