প্রকাশিত : 19-06-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলফাজ আলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলফাজ আলী (৪৮)'কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব)-২।গতকাল মঙ্গলবার ১৯ শে জুন রাতে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।র‌্যাব-২'র সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম জানান গ্রেফতার আলফাজ আলী ২০১৫ ইং সালের ১৪ ই মার্চ বিক্রির সময় ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন।পরে তার নামে রাজধানীর দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়।ঐ মামলায় দেড় বছর জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়ে যান তিনি।পরে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় দেন আদালত।গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে পিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব)-২ গোয়েন্দা নজরদারি বাড়ায়।এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আলফাজের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।