প্রকাশিত : 23-06-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

রাজধানীর কুড়িল বিশ্ব রোড়ে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীসহ ২জন নিহত

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীসহ ২জন নিহত হয়েছেন।নিহতরা হলো মাহমুদুল হাসান (৩০) ও এস এম তানজিম জয় (২৬)।অদ্য রবিবার ২৩ শে জুন বিমানবন্দর রেলস্টেশনে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত এস এম তানজিম জয় মৌলভীবাজার সদর উপজেলার দর্জির মহল এলাকার বাবুল আহমেদের ছেলে।মাহমুদুল হাসান সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের শাহ আলমের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।পুলিশ জানায় ভোরে কুড়িল বিশ্ব রোডের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বলাকা কমিউটার নামে একটি ট্রেনের ধাক্কায় তানজিম জয় নামে এক শিক্ষার্থী নিহত হন।তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।তিনি গ্রামের বাড়ি থেকে আজ ঢাকায় আসার পর রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।এদিকে সকাল সাড়ে ১০টার দিকে একই এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপারের সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান ঘটনাস্থলেই নিহত হন।