প্রকাশিত : 24-06-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তিতে অটো-রিকসা উল্টে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে সিএনজি চালিত অটো-রিকসা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামের কাপড় দোকানির মৃত্যু হয়েছে।অদ্য ২৪ শে জুন সোমবার দুপুরে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত জাহাঙ্গীর আলম শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা।স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে উপজেলার শোরসাক দঃ বাজারে কাপড়ের ব্যবসা করে আসছেন।ব্যবসায়িক কাজে হাজীগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।তিনি বলেন দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।দুর্ঘটনায় কবলিত সিএনজি জব্দ করা হয়েছে।অটো-রিকসা চালক পলাতক রয়েছেন।