প্রকাশিত : 26-06-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
শিলখুড়ীতে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন শাহজাহান আলী সোহাগ
মোঃ জাহিদুল ইসলাম,করেসপন্ডেন্ট,ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম।ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড় হতে ধলডাঙ্গাগামী সড়কে শিলখুড়ী ইউনিয়নের ছাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই মেইন সড়ক টি দু-সপ্তাহ আগে অতি বৃষ্টিতে ২ টি পয়েন্টে ভেঙ্গে যায়,এতে এলাকাবাসীর দুর্ভোগের সৃষ্টি হয়।এলাকাবাসীর দূর্ভোগ দেখে নিজ অর্থায়নে সড়কে ভেঙ্গে যাওয়া পয়েন্ট ২ টি মেরামত করেন নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী সোহাগ।গতকাল মঙ্গলবার ২৫ শে জুন সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ছাটগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই মেইন সড়কে অতি বৃষ্টিতে ভেঙ্গে যাওয়া পয়েন্ট গুলো ভেকু মেশিন ও শ্রমিক দিয়ে করতে দেখা যায়।স্থানীয় বাসিন্দারা বলেন আমরা এখান দিয়ে খুবই দুর্ভোগে চলাচল করতাম।আমাদের উপজেলা বাসীর দুর্ভোগের কথা চিন্তা করে শাহজাহান আলী সোহাগ তার নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দিচ্ছেন।মোঃ শাহজাহান আলী সোহাগ বলেন অতি বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের চিন্তা করে আমি আমার নিজ উদ্যোগ থেকে রাস্তা টি সংস্কার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কাজ টি করছি।এই বিষয়ে শিলখুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ জানান অতি বৃষ্টির কারণে জামতলা হতে ধলডাঙ্গাগামী সড়কের ছাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই মেইন সড়কের ২ টি পয়েন্টে ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পরে।এবং এলাকার জনগনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।পরে উপজেলা চেয়ারম্যান ও আমি নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সোহাগকে এই রাস্তার বেহাল দশার কথা গুলো জানাইলে সে তার নিজ অর্থায়নে রাস্তা টি মেরামতের কাজ শুরু করেন