প্রকাশিত : 07-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

দিনাজপুরের ঘোড়াঘাটে মসজিদে বসে হোয়াটসঅ্যাপে পাঠানো হয় এইচএসসির প্রশ্নের উত্তর

মোঃ জয়নাল আবেদীন,জয়পুরহাট।দিনাজপুরের ঘোড়াঘাটে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে সমাধান ও সরবরাহের দায়ে ২জন মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে।গতকাল রবিবার ৭ ই জুলাই বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে কশিগাড়ি জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।আটককৃত অপরাধীরা হলো দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণরামপুর স্নাতক ফাজিল মাদরাসার সহকারী অধ্যক্ষ মোঃ সুলতান হোসেন (৫২) এবং অপর জন একই উপজেলার ডুগডুগিহাট দেওগাঁ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম (৪০)।এ সময় সেখানে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।জানা যায় আজ বাংলা ২য় পত্রের পরীক্ষার প্রশ্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আটক শিক্ষকদের কাছে এসেছিল।এরপর সেই প্রশ্নের সমাধান খুঁজে বের করে তারা আবারও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা পাঠিয়ে দিতেন।ঐ দুই শিক্ষককে যে মসজিদ থেকে আটক করা হয়েছে।তার পাশেই রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলছিল।আটক শিক্ষকরা ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উত্তরপত্র সরবরাহ করতেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে অভিযান পরিচালনা করে দুই শিক্ষককে আটক করে।এ সময় ৪টি স্মার্ট ফোন ও ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।তিনি জানান আটককৃত ওই দুই শিক্ষকের বিরুদ্ধে রামেশ্বরপুর ফাজিল মাদরাসা কেন্দ্র সচিব বাদী হয়ে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলার করেন।ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে আবারও তা সরবরাহ করা হচ্ছে।এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয় এবং এর সত্যতা পাওয়া যায়।এ ঘটনার সাথে জড়িত ২জন শিক্ষককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।