প্রকাশিত : 08-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৫জন নিহত

জেলা করেসপন্ডেন্ট,নরসিংদী।নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৫জন নিহত হয়েছেন।অদ্য সোমবার ৮ ই জুলাই ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এ ঘটনা ঘটে।মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।এছাড়া কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি।রেলওয়ে পুলিশের ধারণা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ তরুণ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপ-পরিদর্শক মোঃ শহীদুল্লাহ বলেন নিহত ৫জনের মধ্যে ৪জনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।নিহত অপর তরুণের বয়স ২০ বছরের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।নিহত তরুণদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।