প্রকাশিত : 09-07-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
লালমনিরহাটে আঁখি মনির স্বজনদের মিশন মোড় চত্বরে মানববন্ধন
ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।লালমনিরহাটে প্রবাসীর স্ত্রী আঁখি মনিকে নৃশংসভাবে হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।গতকাল মঙ্গলবার বিকেল ৪টার পর তালুক খুটামারা বত্রিশ হাজারী এলাকাবাসীর ব্যানারে ঐ মানববন্ধনে অংশগ্রহণ করেন আঁখির স্বজন,বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীসহ ওই এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের নূর মোহাম্মদের সৌদি প্রবাসী ছেলে শাকিল মিয়ার সাথে ১০ মাস আগে বিয়ে হয় আঁখি মনির।এরপর তিনি তাঁর বাবা বত্রিশ হাজারী এলাকার আইনুল হকের বাড়িতে থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।পরে তিনি শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন।সেখানে অবস্থানকালে আঁখি তাঁর পরিবারকে জানান যে তাঁর শ্বশুর শাশুড়ি তাকে নির্যাতন করেন।মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, গত ৬ জুলাই রাতে শ্বশুর বাড়ির লোকজনের বর্বরোচিত নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আঁখি মনি।মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবী,অবিলম্বে আঁখি মনির হত্যাকারীদের বিচারের আওতায় এনে তাদের ফাঁসি দিতে হবে।প্রসঙ্গত লালমনিরহাটে গত ৬ ই জুলাই আদিতমারীর উপজেলার পশ্চিমপাড়া গ্রামে আঁখি মনি (১৭) নামে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়।ঐ নারীর শ্বশুর বাড়ির লোকজনদাবী করেছিলেন যে চিরকুট লিখে আঁখি মনি আত্মহত্যা করেছেন।এছাড়াও আঁখিকে বাঁচানোর চেষ্টায় আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁর শ্বশুর।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিরকুট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আদিতমারী থানার এসআই আমিনুল ইসলাম।জানা যায় খন্ড খন্ড ঐ চিরকুটে লেখা ছিল আব্বু-আম্মু তোমরা আমাকে ক্ষমা করো।তোমরা আমাকে আগামীকাল সকাল ১১টায় নিয়ে যাবা।আমার জীবনে কিছু নেই,তোমরা আমাকে ক্ষমা করো।