প্রকাশিত : 10-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

চীনে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। চীনে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন দেশনেত্রী,জননেত্রী বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মাননীয় প্রধানমন্ত্রী ও তার সফরসাথীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বুধবার রাত সাড়ে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে।৩দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সফরে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং,প্রধানমন্ত্রী লি কিয়াং,প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল,সিপিপিসিসির জাতীয় কমিটির চেয়ারম্যান এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন।এছাড়া বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ বিশ্ব সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল বুধবার বিকেলে বেইজিংয়ের "গ্রেট হল অব দ্য পিপল"এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন দেশনেত্রী,জননেত্রী বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে দুপুরে গ্রেট হলে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।ঐ বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১ সমঝোতা স্মারক ও চুক্তি সই করে বাংলাদেশ ও চীন।এছাড়া সাতটি ঘোষণাপত্রে সই করা হয়।দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী গ্রেট হলে পৌঁছলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়।সেখানে তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার।