প্রকাশিত : 11-07-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
লালমনিরহাটে ভবিষ্যৎ গড়ি প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট। অর্ন্তভুক্তিমুলক উপাত্ত ব্যবহার করি,সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি" প্রতিপাদ্যে লালমনিরহাটে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ'র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মতিয়ার রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন লালমনিরহাট নির্মলেন্দু রায়, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, উপপরিচালক পরিবার পরিকল্পনা লালমনিরহাট ডাঃ হারুনর রশীদ,কবি ও কথা-সাহিত্যিক,সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা ও ইউনিয়নে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীগণ।আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে দশ ক্যাটাগরিতে বিশেষ অবদানের পুরষ্কৃত করা হয়।বক্তারা পরিকল্পিত জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করতে সুস্থ ও সবল জাতি গঠনে সবার দায়িত্বশীল অংশগ্রহণের আহবান জানান।অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ তাঁর বক্তব্যে বলেন পরিকল্পিত জনসংখ্যাই আগামীদিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার জনশক্তিতে পরিণত করতে হবে। দেশের প্রত্যেকটি মানুষের হাতকে কাজে লাগিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে।তাহলেই আজকের বাংলাদেশ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত আগামীর উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।