প্রকাশিত : 13-07-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
দারুস-উস-সালাম থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এলওসিসি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।কিশোর গ্যাং,মাদক নির্মূল,পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মিরপুর বিভাগের দারুস-উস-সালাম থানার উদ্যোগে Law and Order Coordination Committee (LOCC) মিটিং অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার ১৩ ই জুলাই ২০২৪ ইং সকালে থানার কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা সম্পর্কিত এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এমএম ময়নুল ইসলাম পিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস-উস-সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মমিনুল হক।সভায় সভাপতিত্ব করেন দারুস-উস-সালাম থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান।এলওসিসি মিটিং এ কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাং,মাদক নির্মূল,ধর্মীয় সংবেদনশীল বিষয়ে সামাজিক ও পারিবারিক অপরাধ নিয়ন্ত্রণ,অগ্নি দুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ,ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাসাবাড়ি,স্কুল কলেজ,বিশ্ববিদ্যালয়,মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন,ফুটপাতে হকার ও ভ্রাম্যমান দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি না করা,পারিবারিক মূল্যবোধ ত্বরান্বিত করা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।উক্ত সভায় ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)'র গোয়েন্দা ও ট্রাফিক বিভাগের সদস্যসহ স্থানীয় কাউন্সিলর,সাংবাদিক,শিক্ষক,ব্যবসায়ী,ব্যবসায়ী,ফায়ার সার্ভিস,তিতাস,ঢাকা ওয়াসা,বাজার কমিটি,কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।