প্রকাশিত : 15-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান 

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান যোগদানের ১ মাসের মাথায় সন্ত্রাস ও মাদক সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছেন।গতকাল রবিবার ১৪ ই জুন সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে "মাসিক কল্যান সভা" ও মাসিক অপরাধ সভায়" জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসেবে মোঃ মেহেদী হাসান'কে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম- পিপিএম)।উক্ত জেলা পুলিশের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সদর সার্কেল জাহাঙ্গীর আলম সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত উল্লেখ্য অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গত জুন মাসের ১৩ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।এর আগে তিনি রাজশাহী'র শাহ মুখদুম থানার অফিসার ইনচার্জ হিসেবে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছেন।এরপর চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানায় যোগদানের পর ১ মাসের মাথায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সম্মাননা।জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সদর সার্কেল জাহাঙ্গীর আলম মহোদয় সহ সহকর্মীদের অবদান। সদর মডেল থানা পুলিশের পুরো টিমের অর্জন।সদর উপজেলা ও জেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।