প্রকাশিত : 16-07-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
৮০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক আটক করেছে দারুস সালাম থানা পুলিশ
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।গতকাল দারুস সালাম থানা কর্তৃক ধৃত ১নম্নর আসামী মোঃ নিশান হোসেন (১৯),পিতা মোঃ আমজাদ হোসেন,মাতাঃ মোছাম্মৎ ফাতেমা বেগম,সাং-মহিষখুন্ডি,থানা- দৌলতপুর,জেলা-কুষ্টিয়া ও এবং ধৃত ২নম্বর আসামী মোঃ আনন্দ হোসেন ফাইম (১৮) পিতা মোঃ আঃ সালাম,মাতা মোসাম্মৎ সাগরি খাতুন,সাং- মহিষখুন্ডি,থানা-দৌলতপুর জেলা-কুষ্টিয়া,দ্বয়কে দারুস সালাম থানাধীন গাবতলী আইএফআইসি ব্যাংকের সামনে চেকপোস্ট করাকালীন সময় ৮০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।উক্ত আসামী দ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।