প্রকাশিত : 17-07-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি রাস্তার গাছ কেটে নিলেন ইউপি সদস্য
ওয়াদুদ আহমেদ,করেসপন্ডেন্ট,কালীগঞ্জ,লালমনিরহাট।লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা দলগ্রাম ইউনিয়ন সরকারী রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন ও গ্রাম পুলিশ আসাদ এর বিরুদ্ধে।তারা উভয়েই গোপনে সরকারি রাস্তার ৩টি মোটা গাছ দিন দুপুরে কেটে নিয়েছেন বলে সত্যতা পাওয়া গেছে।অভিযুক্ত দু'জনেই উপজেলার দলগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য ও গ্রামপুলিশ ১৭ ই জুলাই বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দলগ্রাম ইউনিয়নের ময়নার বাজার হতে মধুরবাজার যাওয়া সড়ক হতে গাছ ৩টি কেটে নেয়া হয়েছে।যার আনুমানিক বাজার মুল্য অর্ধলক্ষ টাকা।২টি গাছ আজ ও১ টি গাছ গত ২দিন আগে কেটে নেন তারা।এ বিষয়ে স্থানীয়রা বলেন সরকারি গাছ এভাবেই তারা কেটে আত্বসাৎ করছেন।সাধারণ মানুষ তো প্রতিবাদ করার সাহস পায় না।তোমরা সাংবদিক মানুষ বাহে তোমরা কিছু লিখলে যদি কিছু হয়।এ ব্যাপারে অভিযুক্ত গ্রাম পুলিশ আসাদকে কর করা হলে সে জানায় উপজেলা চেয়ারম্যান স্যার,চেয়ারম্যান সবায় জানে বিষয়টা।আমরা ২টি গাচ কেটেছি আর একটি গাছ ওখানকার বাড়িওয়ালা কাটছে ২/৩ দিন আগে।এ বিষয়ে সংশ্লিষ্ট দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন বিষয়টি আমার জানা নেই।আমি কেন কেন বলবো?তবে কেন সে আমার নাম বলেছে সে বিষয়ে তার কাছে জানতে চাবো।