প্রকাশিত : 17-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

আন্দোলন যারা হত্যাকান্ডে শিকার হয়েছে তাদের পরিবারের জীবিকা নির্বাহের সহযোগিতা করবোঃ মাননীয় প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।দেশনেত্রী,জননেত্রী,বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা সংস্কার আন্দোলন যারা হত্যাকান্ডে শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের জন্য যে সহযোগিতা দরকার তা আমি করবো।জননেত্রী,বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এ ঘটনায় সন্ত্রাসী যেই হোক না তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থা নেয়া হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আন্দোলনের শুরু থেকেই সরকার ধৈর্যের পরিচয় দিয়েছে।আন্দোনকারীদের নিরাপত্তায় পুলিশ সহযোগিতা করেছে।রাষ্ট্রপতি বরারবর স্মারকলিপি দিতে সুযোগ করে দেয়া হয়।পরিতাপের বিষয় হলো কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়।চট্টগ্রামে ভবন থেকে ছাত্রদের নিচে ফেলে দেয়া হয়েছে।উপাচার্যদের বাসভনে অগ্নিসংযোগ ও ভাঙ্গচুর করা হয়।মেয়েদের হলে আক্রমণ ও লাঞ্ছিত করা হয়েছে।বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আপনজন হারানোর কষ্ট আমার চেয়ে আর কে জানে।অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝড়ে গেল।আমি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যা ঘটেছে তা কাম্য ছিল না।প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেন, সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছে। যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে। হত্যাকাণ্ডসহ যেসব অনভিপ্রেত ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত করা হবে।সরকার প্রধান বলেন যা ঘটেছে তা কাম্য ছিল না।ভবন থেকে ছাত্রদের নিচে ফেলে দেয়া হয়।উপাচার্যদের বাসভনে অগ্নিসংযোগ ও ভাঙ্গচুর করা হয়।মেয়েদের হলে আক্রামণ করা হয় তারা লাঞ্ছিত হয়েছে।আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত তাদের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।