প্রকাশিত : 25-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।অদ্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ।ঢাকা,নারায়ণগঞ্জ,গাজীপুর ও নরসিংদী বাদে বাকি ৬০ জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।তারা চাইলে এ সময় কমাতে কিংবা বাড়াতে পারেন।গতকাল বুধবার ২৪ শে জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।কারফিউ শিথিলের সময় সারা দেশে যানচলাচলসহ দোকানপাট ও শপিংমল খোলা থাকবে।চলবে তৈরি পোশাক শিল্প কারখানার কাজ।খোলা থাকবে অফিস আদালাত ও সরকারি অফিস।এমনকি এ সময়ে চলতে পারবে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস।এদিকে গতকাল বুধবার থেকে কারফিউ শিথিল করা শুরু হয়।খুলছে সরকারি বেসরকারি সব অফিস।তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হবে সকাল ১১টা থেকে এবং বিকেল ৫টার পরিবর্তে অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা শুরু হয়।এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায়,শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ।বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।