প্রকাশিত : 25-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

ব্যবহার করা যাবে ইউটিউব,বন্ধ রাখা হয়েছে ফেসবুক ও টিকটকঃ বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।দেশজুড়ে ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।এ নির্দেশনার পরই ক্যাশ সার্ভার থেকে লোকাল ব্যান্ডউইথের যোগান বাড়ানো হয়।ফলে এখন থেকে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে ইউটিউব।তবে বন্ধ রাখা হয়েছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।অদ্য বৃহস্পতিবার ২৫ শে জুলাই এ নির্দেশনা দেয় বিটিআরসি।জানা গেছে দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধ থাকবে মেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।তবে যদি ফেসবুক সরকারের নির্দেশনা মানার নিশ্চয়তা দেয়,তখনই এটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।এর আগে ৫ দিন পর গত ২৩ শে জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়।কূটনীতিক পাড়া,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান,বিদ্যুৎ,ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাত অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়।এরপর গতকাল বুধবার ২৪ শে জুলাই রাত থেকে আবাসিকেও ইন্টারনেট সেবা মিলছে।