প্রকাশিত : 27-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

মঙ্গলবার পর্যন্ত নতুন সূচিতে অফিস চলবেঃ জন-প্রশাসনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস চলবে বলে জানিয়েছে জন-প্রশাসন মন্ত্রণালয়।অদ্য শনিবার ২৭ ই জুলাই বিকেলে জন-প্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।মন্ত্রী বলেন ব্যাংক ও আদালত খোলা থাকার সময় সীমার বিষয়ে তারা নিজেরা সিদ্ধান্ত নেবেন।এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি হওয়া সহিংস পরিস্থিতিতে গত সপ্তাহে ৩দিন (রবিবার,সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।পরে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস।বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চলে অফিস।সময় কমিয়ে ঐ ২দিন চলে ব্যাংকিং কার্যক্রম ও পুঁজি বাজারে লেনদেন।