প্রকাশিত : 29-07-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মত-বিনিময়
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মত-বিনিময় অনুষ্ঠিত হবে।সোমবার ২৯ শে জুলাই বিকেল ৩টায় গুলশানে ডিএনসিসি নগর ভবনে এ সভায় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।সভায় সভাপতিত্ব করবেন উত্তর সিটির মেয়র মোঃ আতিকুল ইসলাম।শিক্ষা মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার নিমিত্তে মত-বিনিময় সভায় ডিএনসিসি এলাকার বিশ্ববিদ্যালয়ের ভিসি,কলেজের প্রিন্সিপালরা উপস্থিত থাকবেন।