প্রকাশিত : 29-07-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এগুলো কোন রাজনৈতিক কিছু নয়,এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজঃ মাননীয় প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে,আসলে এটা কোন রাজনৈতিক কিছু নয়।এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ।একেবারে জঙ্গিবাদী কাজ।জামায়াত-শিবির ও বিএনপির জঙ্গিরা আজকে আমাদের উপর থাবা দিয়েছে।গতকাল সোমবার ২৯ জুলাই বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে এভাবেই মন্তব্য করলেন দেশনেত্রী,জননেত্রী,বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে,আসলে এটা কোন রাজনৈতিক কিছু নয়।এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ।একেবারে জঙ্গিবাদী কাজ।এখানে ওই শিবির, ছাত্র দল,বিএনপি-জামায়াত এরাই কিন্তু এবং জঙ্গি এরা।এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে সরকার প্রধান বলেন এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু নয়।একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়,যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে,সেটাই ধ্বংস করা। অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা।বিশ্বব্যাপী বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে মন্তব্য করে টানা ৪বারের দেশনেত্রী,জননেত্রী,বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আজকে বাংলাদেশে উন্নয়ন হয়েছে,উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে।বাংলাদেশের নাম শুনলে সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি,আর্থ-সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে।