প্রকাশিত : 31-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও র‍্যালী অনুষ্ঠিত

মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্ঠিয়া।ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা,মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ,পোনা অবমুক্তকরণ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।অদ্য বুধবার ৩১ শে জুলাই দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোঃ কামারুল আরেফিন।উদ্বোধন শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ দপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠান এবং মাছ চাষিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমোন্নেছার সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম,ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার ও মর্জিনা খাতুন, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম,সহকারী কমিশনার ভূমি কাজী মোঃ মিশকাতুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমপি কামারুল আরেফিন বলেন বর্তমানে মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে আমাদের দেশ অবস্থান করছে।আমরা মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিয়ে যাব।সেই সাথে দেশীয় মাছ সংরক্ষণে আমরা খাল বিল নদী নালা রক্ষা করব।