প্রকাশিত : 31-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024

বাধা থাকছে না ফেসবুক,টিকটক,ইউটিউবের কার্যক্রম পরিচালনায়ঃ পলক

তথ্যপ্রযুক্তি ডেস্ক দৈনিক প্রথম সকাল।ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন আর কোনো বাধা থাকছে না ফেসবুক,টিকটক,ইউটিউবের কার্যক্রম পরিচালনায়।অদ্য বুধবার ৩১ শে জুলাই বিকেলের মধ্যেই চালু হবে এসব জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।অদ্য বুধবার ৩১ শে জুলাই সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী পলক বলেন আজকে বিকেলের মধ্যে যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিলাম।সার্বিক বিবেচনা করে ফেসবুক,টিকটক, ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো বাধা রাখছি না।আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি,আশা করছি আজকের মধ্যে সবগুলো চালু হয়ে যাবে।এর আগে সকালে মেটার (ফেসবুক,হোয়াটসঅ্যাপ,মেসেঞ্জার,ইনস্টাগ্রাম) সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সাথে (অনলাইন প্লাটফর্মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন,মিস-ইনফরমেশন,ডিস-ইনফরমেশনজনিত যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।গত ২৮ শে জুলাই সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময়ের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে ফেসবুক,ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়।একসাথে ৩১ শে জুলাই স্ব-শরীরে বিটিআরসিতে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়েছিল।