প্রকাশিত : 31-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

আগামী রবিবার ৪ ঠা আগস্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে আগামী রবিবার ৪ ঠা আগস্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়।‌পরিস্থিতি স্বাভাবিক হলে ঐসব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে।অদ্য বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন ১২টি সিটি করপোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে।এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি আরও বলেন ক্লাসের সময়সূচিতে কোনোপরিবর্তন আনা হয়নি।আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে।তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণি কক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে।বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়েছে ১২ টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়,শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টার সমূহে আগামী ৪ ঠা আগস্ট রবিবার হতে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।এতে আরও বলা হয়েছে উপর্যুক্ত আদেশের আওতাভুক্ত সকল জেলায় চলমান কারফিউয়ের সময় সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করতে পারবেন।এর আগে গত ২৪ শে জুলাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়৷