প্রকাশিত : 31-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ২০২৪-২৫ ইং উন্মুক্ত বাজেট ঘোষণা

মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালীপাড়া,গোপালগঞ্জ।গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ২০২৪-২৫ ইং অর্থ বছরের জন্য ৩ শত ২৩ কোটি ৫৩ লক্ষ ৫৭ হাজার ৪ শত ৭১ টাকার  বাজেট ঘোষণা করা হয়েছে।গতকাল সোমবার দুপুরে পৌর ভবন হল রুমে পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।উক্ত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ২৫ লক্ষ ৭১ হাজার টাকা।ব্যয় ধার হয়েছে ৪ কোটি ৮১ লক্ষ ২১ হাজার টাকা।সমাপ্তি জের রাখা হয়েছে ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা।বাজেট ঘোষণা পরবর্তী এক আলোচনা সভার আয়োজন করেন পৌর পরিষদ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা।এ সময় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া,সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী,কার্তিক চন্দ্র বিশ্বাস।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার,আমজাদ হোসেন টুকু,প্রভাত চন্দ্র রায় সহ পৌর কাউন্সিলরবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,গনমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।