প্রকাশিত : 31-07-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে মাননীয় প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অদ্য বুধবার ৩১ শে জুলাই বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান প্রধানমন্ত্রী।সেখানে চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেন,তাদের সাথে কথা বলেন।আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। গুরুতর আহতদের সঙ্গে কষ্ট প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে যান বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত কয়েকদিনে দেশনেত্রী,জননেত্রী,বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন-নিটর (পঙ্গু হাসপাতাল),ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল,রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেন।আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েকদিনে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্থ মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন,বাংলাদেশ টেলিভিশন ভবন,সেতু ভবন,দুযোর্গ ব্যবস্থাপণা ভবন,এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শন করেন।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ ই জুলাই থেকে প্রাণঘাতি সংঘাতে জড়ায় আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশ,র‌্যাব,বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।পরবর্তী কয়েকদিন সারা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে।