প্রকাশিত : 01-08-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।ঐ উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।জানা গেছে ঐ গ্রামের রবিউল ইসলামের দুই ছেলে কুচলীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মিলন (১২) ও ২য় শ্রেণির ছাত্র মুজাহিদ (৮) বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।এ সময় ধজিবর রহমান নামে এক ব্যক্তি গরুকে গোসল করানোর জন্য পুকুরে নামে এবং গরুকে গোসল করিয়ে চলে যায়।যাওয়ায় সময় তাদেরকে পুকুর থেকে উঠে আসতে বলে।কিছুক্ষণ পরে দুই সহোদরের মাকে জানালে তাদের অনেক খোঁজাখোঁজি করেও তাদের পাওয়া যায়নি।এ সময় পুকুরে জাল ফেলে দুই সহোদরের লাশ উদ্ধার করা হয়।কুচলীবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য নীলুফা ইয়াসমীন ও পাটগ্রাম থানার এস আই কাওছার আলম দুই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।