প্রকাশিত : 03-08-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
লালমনিরহাটে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত
ফারুক আহমেদ সূর্য জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।লালমনিরহাটে নাগরিক অধিকারের জন্য নাগরিক ব্যস্ততা আমাদের ভয়েস আমাদের পছন্দ (OVOC)গণতান্ত্রিক নাগরিক স্থানের জন্য মহিলা এবং যুবক এ প্রকল্পের অর্থায়নে লালমনিরহাট বিত্তবান সমাজ উন্নয়ন সংঘ (বিএসইউএস) এর বাস্তবায়নে এ অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়।গত ১ লা আগস্ট ২০২৪ ইং বৃহস্পতিবার-সকাল ১০ টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম নতুনে সারাদিনব্যাপী মহিলা ও যুবকদের নিয়ে অ্যাডভোকেসি করান বিত্তবান সমাজ উন্নয়ন সংস্থার লালমনিরহাটের সমন্বয়কারী এনামুল হক টিপু ও নির্বাহী পরিচালক নেন্সি খন্দকার।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মতিয়ার রহমান।এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন,সেলুন লাইব্রেরী'র প্রতিষ্ঠাতা জামাল হোসেন।আরও উপস্থিত ছিলেন মহিলা ও যুবকসহ তাদের অভিভাবকেরা।