প্রকাশিত : 05-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024

অন্তবর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবেঃ সেনাপ্রধান

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন।এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে।একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে।এর মাধ্যমে দেশ পরিচালনা করা হবে।তিনি অদ্য সোমবার ৫ ই আগস্ট বিকালে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে আরও বলেন দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন।আপনারা আমার উপর আস্থা রাখেন,একসাথে কাজ করি।দয়া করে আমাকে সাহায্য করেন।মারামারি সংঘাত করে আর কিছু পাব না।সংঘাত থেকে বিরত হোন।সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।সব হত্যার বিচার হবে।সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন।রাজনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার বিষয়ে সেনাপ্রধান বলেন আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।বিএনপি,জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সাথে বৈঠক হয়েছে।শিক্ষক আফিস নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন।বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না বলেও জানান সেনাবাহিনীর প্রধান।তিনি বলেন ছাত্রদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি।ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন।তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে।ইতিমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তা দিয়েছেন।জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন আমরা এখন বঙ্গবভনে (রাষ্ট্রপতির কাছে) যাব।সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।এসময় ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন সেনাবাহিনী প্রধান।