প্রকাশিত : 06-08-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
চুয়াডাঙ্গায় কৃষক লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রতিপক্ষ গ্রুপের নেতা-কর্মীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছেন।গতকাল মঙ্গলবার ৬ ই আগস্ট বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।নিহত গোলাম ফারুক জোয়ার্দ্দার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের মরহুম তিতা জোয়ার্দ্দারের ছেলে।তিনি মোমিনপুর ইউনিয়ন পরিষদে পরপর তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।মোমিনপুর ইউনিয়নের বাসিন্দা ও নিহত গোলাম ফারুক জোয়ার্দ্দারের আপন ফুপাতো ভাই মোস্তাফিজুর রহমান মাজু বলেন তার ভাই ফারুক জোয়ার্দ্দার হেঁটে বাজার করার জন্য বাজারে যাচ্ছিলেন।এসময় পাশ্ববর্তী কবিখালী গ্রামের আওয়ামী লীগ নেতা মঞ্জিলুরের নের্তৃত্বে ৮-১০ জন লোক অস্ত্র-সস্ত্র নিয়ে তার উপর হামলা করেন।তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান।এরপর দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত হয়েছে মনে করে ফেলে রেখে সেখান থেকে চলে যায়।দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা ছুটে এসে তার মৃত্যু না হওয়ার বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিনে।তবে পথের মাঝেই তার মৃত্যু হয়।বর্তমানে তার মরদেহ বাড়িতে রাখা আছে বলে তিনি জানান।তবে ঘটনাস্থলে কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য যায়নি।এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।