প্রকাশিত : 06-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

আগামী ২৪ ঘণ্টা মধ্যে ড.ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবেঃ সমন্বয়ক নাহিদ ইসলাম

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।আগামী ২৪ ঘণ্টা বা তার চেয়ে একটু বেশি সময়ের মধ্যে ড. ইউনুসের নেতৃত্বে ১৫ সদস্যর  একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।অদ্য বুধবার ৭ ই আগষ্ট রাত ১২ টা ১৫ মিনিটে বঙ্গভবনে ৫ ঘন্টার রুদ্ধতার বৈঠক শেষে তিনি এই কথা বলেন।তিনি বলেন তিন বাহিনীর সঙ্গে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে।ছাত্র ও নাগরিকের কাছ থেকে যে অন্তবর্তীকালীন সরকার ঘোষণা করা হবে,সেটাই চুড়ান্ত করা হবে-আজকের মিটিং থেকে আমরা এই নিশ্চয়তা নিয়ে এসেছি।আমরা প্রথমিকভাবে অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহনযোগ্য নোবেল পুরষ্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোঃ ইউনুসকে প্রস্তাব করেছিলাম।মহামান্য রাষ্ট্রপতি আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন,ডক্টর মোঃ ইউনুসকে প্রধান করে অন্তর্তীকালীন সরকার খুব দ্রুত ঘোষণা করবেন।এসময় সমন্বয়কদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।এতে নোবেলজয়ী ড.মুহাম্মদ ইউনূসকে প্রধান করে এই সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলও এমন তথ্য জানিয়েছেন।