প্রকাশিত : 08-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

ড.মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গতকাল বৃহস্পতিবার ৮ ই আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম "এক্স" এ এক পোস্টে এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।এর আগে রাত ৯টা ২০ মিনিটে বঙ্গভবনে শপথ পাঠ করেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা।মোদি একইসাথে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা প্রকাশ করেছেন এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার আহবান জানিয়েছেন।এর পরপরই মোদী লিখেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভকামনা।আমরা হিন্দু ও অন্যান্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করি।শান্তি,নিরাপত্তা এবং আমাদের উভয় দেশের জনগণের উন্নয়নের যৌথ আকাঙ্খা পূরণে ভারত বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।