প্রকাশিত : 09-08-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
সারা দেশে এ পর্যন্ত ৩৬১টি থানার কার্যক্রম শুরু
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।সব থানা বন্ধ হয়ে যাওয়ার ৪ দিন পর আবারও দেশের বিভিন্ন এলাকার থানার কার্যক্রম শুরু হয়েছে।সারা দেশে এ পর্যন্ত ৩৬১টি থানার কার্যক্রম শুরু হয়েছে।গতকাল শুক্রবার ৯ ই আগস্ট এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাংচুর করেন।এতে বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম।পুলিশ সদর দপ্তর জানায় ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টিসহ সর্বমোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।