প্রকাশিত : 12-08-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
কালীগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে ইউএনও'র সাথে মত-বিনিময়
ওয়াদুদ আহমেদ,করেসপন্ডেন্ট,কালীগঞ্জ লালমনিরহাট।লালমনিহাট জেলার কালীগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এর সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা।১২ ই আগস্ট বিকেল তিন ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অদিতি রায়, কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইমতিয়াজ কবীর, উপজেলা প্রকৌশলী সানজিত রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ সহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ,বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।মত-বিনিময় সভায় ফারহান উদ্দিন আহমেদ পাশা উপজেলা প্রশাসনের কার্যক্রমের গতিশীলতা নিবিঘ্নে অব্যাহত রাখার আহবান জানান এবং বিএনপির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সকল কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আরো বলেন-শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে প্রশাসন ও নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।