প্রকাশিত : 12-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান (ডিজিএফআই)'র মহাপরিচালক হিসেবে নিয়োগ

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলে মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।আজ সোমবার ১২ ই আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এছাড়া মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।