প্রকাশিত : 13-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

বিশ্বাসযোগ্য না হলেও ঘটনা সত্য হিন্দুরা মুসলমানের জমি বেদখলে

ওয়াদুদ আহমেদ,করেসপন্ডেন্ট,কালীগঞ্জ,লালমনিরহাট। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া বাজার সংলগ্ন জমি ভোগ দখল প্রভাব খাটিয়ে আট শতক জমি দখল করে খাইতেছে।জমির মূল মালিক গেলে তাকে অপমান করা হয়।ভোগ দখলের নাম অনিল কুমার সাধু,পিতাঃ-মৃত মঙ্গল রায় দীর্ঘদিন থেকে ৮ শতক জমি ভোগ দখল করতেছে।যাহা সত্য বিবাদীগণের কাছে আমার কেনা কবলা খাজনা খারিজ থাকা কিছু জমি আমার বাড়ি একটু দূরে।ঘটনার ঐখানে যাইয়া দেখি অনেক লোকের সমাগম এবং ঘর নির্মাণের ধুম অতপর আত্মরক্ষায় চলিয়া আসি এবং এলাকার মান্য ব্যক্তি কয়েকজনকে বিষয়টি জানাইলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়।বাধ্য হইয়া বিষয়টি প্রচার করিলাম জমির রেকর্ড মূল্যে জমির মালিক মোঃ তমছের আলী,পিতাঃ-মৃত আমান আলী,গ্রামঃ-নিথক,ডাকঘরঃ-গোড়ল,উপজেলাঃ-কালীগঞ্জ,জেলাঃ লালমনিরহাট। জমির ভোগ দখলদার করে আছে অনিল কুমার সাধু,পিতাঃ-মৃত মঙ্গল চন্দ্র রায়,নির্মল চন্দ্র,পিতাঃ-মৃত জোনাকু বর্মন,হরমন চন্দ্র,পিতাঃ-মৃত ধীরেন্দ্র চন্দ্র বর্মন,মধু সোধন,পিতাঃ-...........,কর্মলেন্দু রায় পিতাঃ- উভয় পিতাঃ- মৃত কমলা কান্ত,বাবুল চন্দ্র,পিতাঃ হরেন্দ্র আর ও অনেকে সকলে গ্রামঃ শিয়ালখোওয়া, উপজেলাঃ-কালীগঞ্জ,জেলাঃ-লালমনিরহাট।জাতির প্রতি প্রকাশ করিতেছি যে বিশ্বাসযোগ্য না হলেও ঘটনা সত্য হিন্দুরা মুসলমানের জমি বেদখল করতেছে।।