প্রকাশিত : 13-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

পাটগ্রামে শিক্ষার্থীরা নানান রঙ-তুলিতে নতুন রূপে সাজিয়ে তুলেছেন বিভিন্ন স্থাপনার দেয়ালগুলো

ওয়াদুদ আহমেদ,করেসপন্ডেন্ট,কালীগঞ্জ,লালমনিরহাট। লালমনিরহাট জেলা পাটগ্রাম শহর জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা,নানান রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিতে নতুন রূপে সাজিয়ে তুলেছেন বিভিন্ন স্থাপনার দেয়ালগুলো।যেখানে আগে রাজনৈতিক দলের প্রচারণা ও বিভিন্ন পোস্টারে ছেয়ে ছিল,আর এখন সেই দেয়ালগুলোতে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে এক অপরুপ দৃষ্টি নন্দন মুগ্ধতার সৃষ্টি হয়েছে।লালমনিরহাট  জেলার পাটগ্রাম উপজেলার পৌর এলাকার সরকারি কলেজ,পাটগ্রাম থানার দেওয়াল সহ বিভিন্ন স্থাপন-তার দেওয়ালে গ্রাফিতি আঁকতে দেখা যায়।দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন শিক্ষার্থীরা।একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়। 'মহা কালের সাক্ষী হলো। বাংলাদেশর নাম,যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় নিয়ে এলাম' মেধার বিজয় বিকল্প কে?আমি তুমি আমরা' 'পানি লাগবে পানি?''আমাদের দেশের ভাগ্য আমরাই  পরিবর্তন করব' এমন নানান প্রতিবাদী শোভা পাচ্ছে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে।সরেজমিনে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের হাতের তুলিতে রঙিন হয়ে উঠেছে।কালো,সাদা,লাল,নীল, হলুদ-এ যেন রঙের এক মেলা!দেখা গেল,কেউ রঙ লাগাচ্ছে,কেউ পানি ছিটাচ্ছে- এ যেন এক মিলন .মেলা! প্রতিটি মুখে যেন ফুটে উঠছে এক অনাবিল আনন্দ।সবাই মিলে যেন একটা নতুন স্বপ্নের জন্ম দিচ্ছে।প্রতিটি ক্যালিগ্রাফির আঁচড়ে যেন ফুটে উঠছে এক নতুন বাংলাদেশের প্রত্যাশা। এ সময় বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা দেয়ালে লিখনে অংশ নেয়।