প্রকাশিত : 16-08-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
থাইল্যান্ডে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত সর্বকনিষ্ঠ ও ২য় নারী পেতংতার্ন সিনাওয়াত্রা
আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল। থাইল্যান্ডে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা।যিনি দেশটির সর্ব-কনিষ্ঠ প্রধানমন্ত্রী।দেশটির পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নতুন এই প্রধানমন্ত্রীকে বেছে নেওয়া হয়েছে।গণমাধ্যম রয়টার্সের তথ্যমতে গতকাল শুক্রবার ১৬ ই আগস্ট এই পার্লামেন্টে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এর একদিন আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার নাম ঘোষণা করা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে স্রেথা থাভিসিনকে দেশটির সাংবিধানিক আদালত পদচ্যুত করে।নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে।তথ্যমতে পেতংতার্ন ৩১৯ ভোটে বিজয়ী হয়েছেন।ভোটাভুটির সময় তিনি অবশ্য পার্লামেন্টে উপস্থিত ছিলেন না।তবে থাই সদর দপ্তর থেকে ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন। থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন পেতংতার্ন।এর আগে ইংলাক সিনাওয়াত্রা দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।যিনি পেতংতার্নের সম্পর্কে ফুফু হন।থাকসিন পরিবারের দল ফেউ থাই পার্টি পেতংতার্নকে প্রার্থী হিসেবে বাছাই করে।জোটের বাকি দলগুলো আর কোনো প্রার্থী দেয়নি।পেতংতার্ন ২০২২ ইং সালে রাজনীতিতে প্রবেশ করেন।এর আগে পরিবারের হোটেল ব্যবসা দেখভালের দায়িত্বে ছিলেন তিনি।২০২৩ ইং সালের সাধারণ নির্বাচনে দলীয় কার্যক্রমের সাথে দেখা গেছে এই নতুন প্রধানমন্ত্রীকে।