প্রকাশিত : 20-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

লালমনিরহাটের কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ওয়াদুদ আহমেদ,করেসপন্ডেন্ট,কালীগঞ্জ,লালমনিরহাট।লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২০ শে আগস্ট মঙ্গলবার তুষভান্ডার অডিটোরিয়াম হলরুমে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার শুরুতে স্বেচ্ছাসেবক দলের একটি র‍্যালী তুষভান্ডার বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে তুষভান্ডার অডিটোরিয়াম চত্বরে এসে পুনরায় মিলিত হয়।পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম তানভীর সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ বাবু,জেলা কৃষক দলের আক্কেল আলী মাস্টার প্রমুখ।এ সময় আরো উপস্থিত থেকে আরোও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর,সদস্য সচিব কুদরতি মেহেরবান মিঠু,উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রোমেল সহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।