প্রকাশিত : 21-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

লালমনিরহাটের হাতীবান্ধা থেকে বিশেষ অভিযানে পিস্তল,গুলিসহ মাদক ব্যবসায়ীকে আটক

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল,৪ রাউন্ড গুলি,১টি ম্যাগজিন ও ১০ কেজি গাঁজাসহ মোতালেব হোসেন আপেল (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গতকাল বুধবার ২১ শে আগস্ট বিকালে উপজেলার গোতামারী এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক মোতালেব হোসেন আপেল উত্তর গোতামারী এলাকার আজিজার রহমান ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।এ-সময় মাদক ব্যবসায়ী মোতালেব হোসেন আপেল'কে আটক করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি,১টি ম্যাগজিন ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মহন্ত সত্যতা নিশ্চিত করে বলেন আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আগামীকাল আদালতে পাঠানো হবে।