প্রকাশিত : 22-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা-ভাংচুরের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ ও মানববন্ধন

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাংচুরের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।গতকাল বুধবার ২১ শে আগস্ট শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।নিউজ টোয়িন্টিফোর এর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন একুশে টিভি'র লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়,লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদুর রহমান মুকুল,যমুনা টিভি'র আনিছুর রহমান লাডলা,বৈশাখী টিভি'র তৌহিদুল ইসলাম লিটন,মাই টিভি'র মাহফুজ সাজু,ভোরের কাগজের প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিন,দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশা,সাপ্তাহিক আলেরমনির সম্পাদক মাসুদ রানা রাশেদ, বাংলানিউজের খোরশেদ আলম সাগর, নিউজটোয়িন্টিফোর'র রবিউল হাসান,এশিয়ান টিভি'র নিয়ন দুলাল,ডিবিসি'র সুফিয়ান আল হাসান প্রমূখ।মানববন্ধনে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাও ভাংচুরের নিন্দা জানান এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।