প্রকাশিত : 22-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণাঃ উপদেষ্টা আসিফ মাহমুদ

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তা নিজের প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।গতকাল বৃহস্পতিবার ২২ শে আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন আসিফ।আসিফ মাহমুদ লিখেছেন উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব।সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।এ দিকে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা এবং বন্যার্তদের উদ্ধারে ফেনী,চট্টগ্রামের মীরসরাই,কুমিল্লার বুড়িচং,ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া,হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় সেনা মোতায়েন করা হয়েছে।