প্রকাশিত : 26-08-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

বর্ন্যার্তদের সহযোগিতায় ইউনিক ইয়ুথ অর্গানাইজেশন

মাহফুজ আনাম,মিরপুর,কুষ্টিয়া।মিরপুর কামিরহাট গ্রামবাসীর  আমানত বন্যা কবলিত মানুষের নিকট পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে।গতকালরবিবার ২৫ তারিখ দুপুর পরে তারা এ কার্যক্রম শুরু করে।২৮ বস্তা শুকনা পোশাক সাথে ৫০ ব্যাগ শুকনা খাবার স্বাস্থ্য সামগ্রী কামিরহাট গ্রামবাসীর অনুদানের মাধ্যমে ইউনিকের প্রতিনিধিরা বন্যাদূর্গত এলাকায় যাবে। দুই কেজি শুকনা চিড়া ৫০০ গ্রাম চিনি  বিস্কিট স্যানেটারি ন্যাপকিন খাবার ঔষধ সামগ্রী যেমন নাপা ম্যাট্রেল ওরস্যালাইন আরো ২ টি টিম কে নগদ টাকা সহ ইউনিক ইয়ুথ অর্গানাইজেশন।কামিরহাট সরকারি যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক নিবন্ধিত সংগঠন  করনাকালীন সময়ে অসহায় মানুষের বড় বন্ধু হয়ে উঠেছিল।একশন এইড বাংলাদেশের বিভিন্ন আর্থিক সহায়তা তারা গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়েছেন।কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন,জনাব আরিফুর রহমান  জেলা সমাজসেবা অফিসার শহর সমাজসেবা কার্যালয় কুষ্টিয়া।আরো উপস্থিত থেকে সহযোগিতা করেছেন জবাব আবু আসাদ ইসলামিক স্কলার ও বিশিষ্ট আলোচক মিরপুর কুষ্টিয়া। ইউনিকের সভাপতি জনাব  সাহিন ইসলামের অনুপস্থিতিতে সভাপতির দায়িত্বে (ভারপ্রাপ্ত) সহ সভাপতি-রাজন রহমান, সাধারণ সম্পাদক-মাহাফুজ আনাম,কোষাধক্য-সিজান আহমেদ সহ সকল সাধারণ সদস্যের সমন্বয়ে তারা কার্যক্রাম পরিচালনা করে।তারা এমন সামাজিক কাজে সবসময় এগিয়ে রয়েছে।কুষ্টিয়া মিরপুর উপজেলায় সুনামের সাথে তারা সামাজিক উন্নয়নমূলক কাজ করে চলেছে।তারা বন্যার্তদের পাশে দাড়াতে সকল জনসাধারণের সহযোগিতার দাবি জানিয়েছেন।